গল্পের নাম—অশরীরী আত্মা
লেখক—গোপাল মন্ডল
এরকমই এক রাতের বেলায় কয়েকটা ছেলে পাড়ার রকে বসে আড্ডা মারছিল তখন গোপাল নামে একজন সেখানে এসে উপস্তিত হয় তারপর, তার বন্ধুদের সাথে সেও আড্ডা আর গল্পের ঝুলি খুলে তার গল্প শুরু করে ,গোপাল বললো, আমার মনে আছে , দুদিন আগে , আমি পিসির বাড়ি ফলতা নৈনানে ঘুরতে গিয়েছিলাম, সারাদিন টা ভালো কাটলো কিন্তু যেই রাত গড়িয়ে এলো আস্তে আস্তে সমস্ত গ্রাম নিস্তব্দ হতে থাকলো রাতের খাবার খেয়ে যখন ঘুমাতে গেলাম তখন প্রায় রাত ১২ টা তিনতলার ছাদে ভালো করে বিছানা পেতে দুই ভাই শুলাম, ঘুমিয়ে ও পড়েছিলাম কিন্তু মাঝরাতে ঘুমটা ভেঙে গেলো আমি দেখলাম আমার সামনে একজন দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাস করলাম কে ওখানে কোনো উত্তর নেই আমি ভাইকে ডাকতে থাকি তারও কোনো উত্তর নেই সে অঘোরে ঘুমাচ্ছিল ,তারপর দেখি, আস্তে আস্তে যেন আমার সামনের দিকে এগিয়ে আসছে সেই জিনিস টা, আমি যত চেল্লাচ্ছি কারোর সারা নেই , তারপর সে যেন আমার কণ্ঠ রোধ করে মারার চেষ্টা করছে আমি বিছানা থেকে উঠে দৌড়াতে থাকি তার কিছুক্ষন পরে আমার ঘুম ভাঙে উঠে দেখি সকাল হয়ে গেছে তার পর , আমি নিচের দিকে নামতে থাকলাম যত নামছি ততই যেন কান্নার আওয়াজ ভেসে আসছে আমার কানে বাড়ির উঠোনে এসে দেখি আমারি মতন একজন মাটিতে পড়ে আছে আমি কাছে গিয়ে দেখলাম আমার মতন না আমিই পরে আছি হে ভগবান এ কি হলো আমার সাথে