একটা মৃত্যু এবং একটা প্রেম
Pabitra Adhikary
ঘটনটা ঘটে গেল ঠিক আমরা চোখের সামনেই. এতো তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছুই করতে পারলাম না. একটা লরি পেছন দিক থেকে এসে ছেলেটাকে জোরে একটা ধাক্কা মারল. ছেলেটা রাস্তার ওপারে মুখ থুবড়ে পড়ে গেল, হাত-পা ছড়িয়ে.
আমার কয়েকজন মিলে ছেলেটাকে ধরাধরি করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার বলল, বাঁচার কোন আশা নেই.
ছেলেটা হাসপাতেলের কেবিনে শোয়া অবস্থায় আমার দিকে তাকিয়ে বলল, মৃত্যুর আগে ও একবার একটা মেয়ের সাথে দেখা করতে চায়. তাই অনিচ্ছাসত্ত্বেও ফোন করতে হল.
আমি ফোন করে মেয়েটাকে সব কথা জানালাম.
মেয়েটা স্পষ্ট জবাব দিল, “না, আমি তো এখন ওকে ভালোবাসি না.”
আমি অবাক হয়ে গেলাম, রেগে গিয়ে বললাম, “দেখ, তুমি ওকে ভালোবাসা, কি না ভালোবাসো, সেটা এখন বড় কথা নয়, মৃত্যুর আগে ও একবার তোমার সাথে দেখা করতে চায়. তাই তোমার আসা উচিৎ.”
মেয়েটা বলল, “দেখুন, অন্য দিন হলে আমি ভাবতাম, আজকে আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশান, আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়.”
মেয়েটা ফোনটা কেটে দিল.
নারী শব্দের অনেকগুলো প্রতিশব্দ, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, এই কথাটা ভূল প্রমাণিত করে মেয়েটা দেখতে এল না ছেলেটাকে. রাত্রি ৯টার সময় ছেলেটা মারা গেল।মেয়েটা তখন কলেজের অ্যানুয়াল ফাংশান এ অন্য কোন ছেলের সঙ্গে কোমর দোলাচ্ছে.
নারী শব্দের অনেকগুলো প্রতিশব্দ, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, এই কথাটা ভূল প্রমাণিত করে মেয়েটা দেখতে এল না ছেলেটাকে. রাত্রি ৯টার সময় ছেলেটা মারা গেল।মেয়েটা তখন কলেজের অ্যানুয়াল ফাংশান এ অন্য কোন ছেলের সঙ্গে কোমর দোলাচ্ছে.