কৃষকের অবদান
লেখকঃ মোঃ নাজিউল হক
কৃষক
অামাদের বাংলাদেশের সোনার মানুষ এরা।
এদেরকে ছাড়া কখনোই ক্ষেতে সোনার ফসল ফলানো যাবে না।
সারাদিন রৌদ্রে পুড়ে, বৃষ্টিতে ভিজে ক্ষেতে ফসল ফলায়। এদের পরিশ্রম অতুলনীয়।
কিন্তু এরা অতি কষ্টে চাষাবাদ করেও তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না।
পায় না বলতে এদেরকে ন্যায্য মূল্য দেয়া হয় না।
ক্ষেত ভর্তি সোনার ফসল চাষ করেও দুই বেলা ঠিক মতো ভাত জোটে না।
এখনো সমাজে অনেক মানুষ অাছে যারা কৃষকদের মূল্য দিতে জানে না।
এতটুকু কথা তারা বোঝে না যে কৃষক দের ছাড়া পুরো দেশ অচল,
অামি এই কথা বললাম কারন,
বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ,
কৃষকের ক্ষেতের জিনিসের মাধ্যমেই পুরো দেশ চলে,
দেশে যাই তৈরি হোক না কেন সব মাটি থেকেই অাসে অার তা চাষ করে কৃষক ভাইয়েরা।
একবার ভেবে দেখুন সবাই দেশের প্রায় প্রতিটা জিনিসের সাথে মাটির সম্পর্ক অাছে।
কৃষকের মাধ্যমে পুরো দেশ না চললেও দেশের কাচামালের ৮০ ভাগ মাটি থেকে অাসে।
অার তা সম্ভব হয় কৃষকের মাধ্যমেই।
অথচ তাদেরই দুই বেলা ঠিকমত অাহার জোটে না।
কৃষকরা হলো দেশের অমূল্য রত্ন।
কৃষক ভাইদের সবসময় সম্মান দেখিয়ে চলতে হবে।
যতই ওদের পারিশ্রমিক দিয়ে কাজ করানো হোক বা কেন অাসল পরিশ্রমটা ওরাই করে।
অামরা ক্ষেতের কাজ পারবো না বলেই কৃষকদের দিয়ে করাই।
কৃষক অার কৃষকের অক্লান্ত পরিশ্রম অাছে বলেই দেশে অাজ এত উন্নয়নের কাজ হচ্ছে।
দেশের ৮০ ভাগ উন্নয়নে ভূমিকা রাখে কৃষকের অক্লান্ত পরিশ্রম।
অাসুন অামরা সবাই মিলে কৃষকদের সম্মান জানাই ও ন্যায্যমূল্য প্রদান করি।
কৃষকের অবদান অতুলনীয়।
যাতে তারা তিন বেলা ঠিকমত অাহার করতে পারে।
অার অাগামী দিনের জন্য কৃষক ভাইদের শান্তি কামনা করছি।
================সমাপ্ত==============