#অণুগল্প
#ফ্রেন্ডশিপ_ডে
✍#ঝিলিক_মুখার্জী_গোস্বামী
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
সেক্টর ফাইভ। টি.সি.এস। সার্ভার প্রোভাইডার। ডেস্কটপে ঘাড় নামিয়ে, মুখ গুঁজে কাজে ব্যস্ত তিথি। ভীষণ চাপে, রক্তে জলের পরিমাণ বেড়েছে। ড্রাকুলাটা দিন দিন রক্ত শুষে নিচ্ছে শরীর থেকে। প্রেজেন্টেশান সাবমিট করার দিন। সাক্সেসফুল হলেই, প্রমোশান। সিঁড়ির প্রথম ধাপ থেকে উঠতে উঠতে, আজ এই শিখরে।
……
আই উইল উইন
নট ইমিডিয়েটলি!
বাট ডেফিনেটলি!
তিথির জীবনের মূল মন্ত্র।
…….
–“কিরে রোজের মতো ফোনটা কে ঘুম পাড়িয়ে রেখেছিস”?
–“আজকের দিনটা ভুলেই মেরে দিয়েছিস”?
অর্নবের কথায়, লম্বা জিভ কাটে তিথি।
……..
ট্রাউজার্স থেকে ভিভো ভি নাইন টা বের করতেই…..
আজ কপালে নির্ঘাত জুটবে।
এক-দুই-তিন বারের পর যখন দশের নাম্বারটা এলো তখন ও প্রান্ত কল রিসিভ করল।
………..
সরি।
সরি।
তুই বেরো।
আমি জাস্ট পাঁচ মিনিটে বেরোচ্ছি।
এসপ্ল্যানেড।
সিটি মার্ট।
…….
অনেকক্ষণ থেকে অর্নব, চুমকি কে ফোনে ধরার চেষ্টা করছে। উত্তর নেই।
……..
অনুপমের বিখ্যাত গান, ‘বন্ধু চল’। গাইতে গাইতে লিফ্ট বেয়ে নিজের চারতলার ফ্ল্যাটে ঢুকল, চুমকি। উৎফুল্ল। দিনটা বেশ দারুণ কেটেছে। সোফায় শরীরটা এলিয়ে দিয়েছে। ওপো এর সাথে চুমকির সম্পর্ক অনেকক্ষণ ছিন্ন ছিল। হাত ব্যাগ থেকে ফোন টা বের করা মাত্র অর্নবের ফোন।
–“কিরে ছিলি কোথায় “?
–“কখন থেকে ট্রাই করছি”!
–“খবরটা শুনেছিস”?
………….
কাজের চাপে অর্নবের মাথাটা গেছে।
অন্ধকারময় ঘর। এন্গেজ ডিও এর গন্ধে ম ম করছে।
অর্নব ঠিকই বলেছে।
আমরা হরিহর আত্মা।
প্রমিস রেখেছি।
……..
চেনা কন্ঠস্বর।
___________________________________________