#অণুগল্প
#ব্রোকেন_ওয়াচ
#ঝিলিক_মুখার্জী_গোস্বামী
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
প্রজাপতি ঋষির আশীর্বাদ। গায়ত্রী ছন্দ। অগ্নিদেবতা কে সাক্ষী করে চারহাত এক হয়ে গেল।
–“তোমার অতীত জেনেই……”
–“তোমার চাওয়াই শেষ কথা”।
–“না চাইলে টাচ করব না তোমায়”।
আস্তাকুঁড়ে ফেলে দিতে পারেন নি। মানসিক শান্তির কারণে সেদিন দত্তক নিয়েছিলেন।
যতই হোক। নিজের রক্তের রক্ত।
কাজের ছুতোয় বেঙ্গল থেকে দিল্লী তে ট্রানস্ফার্ড।
বছর গড়িয়ে আজ পরম প্রশান্তি। শুধু……
–“আপনি কিন্তু প্রমিস করেছিলেন”।
–“দিদির কালপ্রিটকে শাস্তি দেবেন”।
শ্যালকের বোনের কথায় উত্তর দিতে যাব। স্ক্রিনে বাপনের নাম টা ভেসে উঠল।
–“কি হে আজকাল পাত্তা দিস না”।
–“রয়াল স্ট্যাগ খাওয়া ছাড়লি নাকি ভাই”?
–“তোর সাথে খুব শিগগিরই দেখা করব”।
–“রাখছি” বলেই ফোনটা কেটে দিই।
তোর কলেজ জীবনের কথা মনে আছে? মস্তির দিন।
–“তা থাকবে না”?
–“আমিই তো সেদিন সীমা কে…….”
–“তারপর আরও কতবার “।
–“উফফ। কি মজা”।
মোবাইলের মেমোরি কার্ড টা পুলিশের হাতে তুলে দিই।
বাপনের রক্ত চক্ষু আমাকে গ্রাস করছে। শ্যালকের বৌ এর মুখে তৃপ্তির হাসি।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸