Home Sad Story Bengali Sad Story - দীপান্বীতা

Bengali Sad Story – দীপান্বীতা

Today, we have gone a lot of distance from reading the storybooks. Because we don’t have sufficient time for going to the library and reading the storybooks In this age of the Internet. But, if we can read the story on this internet, then it is very interesting. So we have brought a few collections of Bengali story for you. Hope you will enjoy the stories in this busy lifestyle. In this post you will find the latest Bengali Sad Story,  You can read here Bengali Sad Story, download  Bengali Sad Story PDF, Hare you found top Short Story in Bengali.

 

দীপান্বীতা

 


-গোলগাল মুখ, নাদুস নুদুস গাল আর লম্বা নাকের মেয়েটাকে প্রথম দেখাতেই মনের ভিতরে এক অজানা শিহরণ বয়ে গিয়েছিল সেদিন৷ এ এক অন্যরকম অনূভূতি ছিল৷ যে অনূভূতির সাথে কখনো পরিচয় ঘটেনি আমার৷ অনূভূতিটার নাম যদি প্রেম হয়৷ হ্যা তাহলে আমি প্রেমেই ডুব দিয়েছিলাম সেদিন৷ দিনটি ভার্সিটির প্রথম দিন ছিল৷ মেয়েটাকে দূর থেকেই দেখেছিলাম৷ কাছে যাওয়ার সাহস হয় নি তখনো৷ সম্ভবত মেয়েটা ও আমার মত নতুন৷ এদিকে ওদিক ঘুরাঘুরি করছিল৷

-বন্ধুমহলে সবসময় প্রেম বিরোধী ভাষণ দেওয়া ছেলেটাও আজ প্রেমে পরেছে৷ খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম মেয়েটার নাম দীপান্বীতা৷ উফফ! অস্থির একটা নাম৷ আমাদের ভিন্ন ডিপার্টমেন্ট ছিল৷ সচরাসচর দেখা না হওয়ারই কথা৷ কিন্তু আমি যে প্রেমে পরেছি৷ না দেখে থাকা যায় নাকি?

Bengali Sad Story – Sad Story – Bengali Story

-তখন ও দীপান্বীতার সাথে কথা হয় নি৷ ভয় লাগতো৷ কি না কি হয়ে যায়! কিন্তু ভয় পেলে তো চলবেনা৷ প্রেমিক পুরুষদের ভয় পেতে নেই৷ একদিন সাহস করে পিছন থেকে ডাক দিয়েই দিলাম৷ মনে আছে, ডাক দেয়ার পর ৫সেকেন্ড এর মত আমার হাটুঁ কেপেঁছিল সম্ভবত৷ হয়তো ১০সেকেন্ড পর দীপান্বীতা পিছন ফিরে তাকিঁয়েছিল৷ আহ! কি শান্ত চাহনী৷”

-নাম জিজ্ঞেস করেছিলাম প্রথমেই৷ উত্তরের অপেক্ষায় ছিলাম৷ দীপান্বীতা মুচকি হেঁসে বলেছিলো, এতদিন পিছে পিছে ঘুরছেন আর নামটা জানতে পারলেন না? আমিতো মেয়ের কথা শুনে আবুল হয়ে গেলাম! সে হয়তো আমার বিব্রতকর অবস্থা আচঁ করতে পেরেছিল৷ বলেছিল, চলুন হাটাঁ যাক৷ হাঁটতে হাটঁতেই নাহয় পরিচিত হবো৷


-দীপান্বীতা যে এত সহজেই মিশে যাবে ভাবতেই পারিনি৷ সেদিন অনেক কথাই হয়েছিল দুজনার৷ আমার চেয়ে দীপান্বীতাই বোধ হয় বেশী কথা বলেছিল৷ আমিও অনেক কিছু বলেছি৷ কিন্তু আসল কথাটাই বলতে পারিনি৷ আর এত তারাতারি বলাটাই যেন কেমন দেখায়? নাহ, এত তারাতারি বলা ঠিক হবে না৷ তখন আবার আমার কারনে পুরো পুরুষজাতিই লজ্জা পাবে হি হি৷


-এরপর থেকেই আমরা খুব মিশতাম৷ সবকিছু একে অপরের সাথে শেয়ার করতাম৷ অথচ তখন ও আমরা জানি না, আমরা একে অপরের কী? বন্ধু বা ভালবাসি! কোনোটাই বলা হয় নি৷ বলতে চেয়েছিলান অনেকবার৷ কিন্তু বলি নি, দরকার মনে করিনি হয়তো৷ যেরকম ছিলাম খারাপ ছিলাম না৷

-একদিন সাহস করে বলেই ফেলেছিলাম! দীপা ভালোবাসি তোমাকে! জবাবে সে মুচকি হেঁসেছিলো৷ নীরবতাই সম্মতির লক্ষণ ধরে নিয়েছিলাম৷

-এরপর থেকে দীপার পাগলামীটা একটু বেড়েই গিয়েছিলো৷ অদ্ভূত অদ্ভূত সব আবদার ছিলো ওর৷ বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাওয়া৷ প্রচন্ড রকমের ঝাল দিয়ে ফুচকা খাওয়া৷ আমি তেমন একটা ঝাল খেতে পারতাম না৷ কিন্তু দীপার কারণে খেতে হতো৷ কিন্তু আমি ছিলাম বেসম্ভব রকমের পেটরোগা৷ যেদিন ফুসকা খেতাম, এর পরের দিন আর বাসা থেকে বের হতে পারতাম না৷

 Bengali Sad Story – Bengali Story- Sad Story in Bengali 


-দীপার কথা মা কে বলেছিলাম৷ একদিন সাথে করে নিয়ে এসেছিলাম আমাদের বাসায়৷ মা অনেক খুশি হয়েছিল৷ প্রথমে বিশ্বাসই করে নি, তার হাবাগোবা ছেলেটির ও মেয়ে বন্ধু থাকতে পারে! সেদিন মা আর দীপা অনেকক্ষণ আড্ডা দিয়েছিল৷ দীপা যাওয়ার পর মা আমাকে উনার রুমে ডেকে নিয়েছিলেন৷ আর বলেছিলো, মেয়েটা খুব লক্ষী রে৷


-দিনগুলো অসাধারন কাটছিলো৷ আমার জীবনে সুন্দর মূহূর্তগুলোর প্রায় সবই দীপার সাথে কেটেছিল৷
হঠাৎ একদিন ফোন করে দেখা করতে বলল ৷ ওর গলা শুনেই খটকা লেগেছিল কিছু একটা হয়েছে৷ কিন্তু ওর সাথে দেখা হওয়ার পর , ওর মুখ থেকে যা শুনেছি! তা হয়তো আমার না৷ কারো সহ্য হবে না৷

সেদিন মেয়েটা মুখ গম্ভীর করে বলেছিল,
-শুভ্র ভুলে যাও আমাকে৷ (দীপা)
-ভুলে যাওয়ার জন্যতো ভালোবাসিনি তোমাকে৷ (শুভ্র)
-তোমাকে ভালোবাসি! এ কথাটা কখন ও বলেছি তোমাকে? (দীপা)
-নীরবতাই সম্মতির লক্ষণ, ধরে নিয়েছিলাম৷ (শুভ্র)
-ভুল ভেবেছো৷ (দীপা)
-চলে যাচ্ছো যাও৷ কিন্তু যাওয়ার কারণ টা বলো৷ (শুভ্র)
-কিছু জিনিসের কারণ থাকে না৷ (দীপা)
আর একমূহূর্ত ও দাড়াঁইনি মেয়েটা৷ আমি আশায় ছিলাম অন্তত একবার হলেও ফিরে থাকাবে৷ কিন্তু আশাটা আশাই রয়ে গেলো৷

-এরপর থেকে কেমন জানি হয়ে গিয়েছিলাম৷ সেটা আমি নিজেই জানি না৷ জীবনের কঠিন দিনগুলো অতিবাহিত হতে লাগলো৷ মা হয়তো ব্যাপারটা আচঁ করতে পেরেছিল৷ প্রায়ই আমার রুমে এসে মাথায় হাত বুলিয়ে দিতো৷ তারপর ও দীপাকে ভুলা অসম্ভব হয়ে পড়েছিলো৷ জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছিলাম৷ সুসাইড করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি৷

-যেদিন রাতে সুইসাইড করবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম৷ সেদিন মা কে জড়িয়ে ধরে রেখেছিলাম অনেকক্ষণ৷ কিন্তু মা একবার ও জিজ্ঞেস করেনি! শুধু পিঠে হাত বুলিয়ে দিয়েছিল৷

-ছাদে গিয়েছি৷ শেষবারের মত আকাশটা দেখতে চাই৷ আকাশের দিকে তাকিয়ে আছি৷ পিছন থেকে ঘাড়েঁ কারো হাত ছোয়াঁ লেগেছে৷ বুঝতে পেরেছি, হাত টা মায়ের হাত৷ আমার জীবনে একমাত্র ভরসা এই হাত৷

-খোকা! এই সময়ে ছাদে তুই? (মা)
-আকাশ দেখছি মা৷ (আমি)
-আয় খোকা, আমার কোলে মাথা রেখে তারপর আকাশ দেখবি৷

দোলনায় মা বসে আছে আর আমি মায়ের কোলে মাথা রেখে সেই ছোট্ট খোকাটা হয়ে আকাশ দেখছি৷ মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে৷ জীবনটা আবার খুব সুন্দর মনে হচ্ছে৷ আবার বাচঁবো আমি৷ মায়ের জন্য বাচঁবো৷ বাবা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত যে মা আমাকে দুঃখের ছোঁয়া পেতে দেয়নি৷ সেই মা কে আমি ছেড়ে যাব! তা ও একজন মেয়ের জন্য!

-সেদিন মা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, খোকা !জীবন কারো জন্য থেমে থাকে না৷ তুই আবার নতুন করে শুরু কর৷ একদিন দেখবি, তোর আজকের দিনের পাগলামোর কথা মনে পড়লে তোর নিজেরই হাসিঁ পাবে৷

হ্যা আমি পেরেছি৷ সেদিনের পর থেকে অন্যরকম ভাবে জীবনটা সাজিয়েছিলাম৷ দীপা কে ভুলতে কষ্ট হয়েছে অনেক৷ ভুলতে পেরেছি বটে৷ তবে মাঝে মাঝে মিস করতাম খুব৷ কিন্তু দিন যেতে লাগলো৷ এখন মনে পড়লেও, অনূভূতিগুলো মরে গেছে৷

-মায়ের কথাটাই সত্যি হলো৷ অতীতের পাগলামোগুলো মনে করে হাসিঁ পায় আমার৷ এখন আমার জীবন বলতে , আমার মা আর সামিয়া৷ মায়ের পছন্দ করা মেয়েটাকেই বিয়ে করেছি৷ “ভালোবাসা” জিনিসটাকে নতুন করে শিখিয়েছে মেয়েটা৷ খুব ভালোবাসে আমাকে আর মা কে৷ আর আমি একটু দোষ করলেই ,গাল ফুলিয়ে বসে থাকবে৷ আর মা কে মিথ্যা নালিশ দিবে৷ আর মা টা ও একদম বৌ এর ভক্ত৷ দুজনে মিলে আমাকে কানে ধরে উঠবস করাবে৷ আর সামিয়া খিলখিল করে হাসঁবে৷ এর চাইতে বেশী কিছু এই ছোট্ট মানবজীবনে পাওয়া আদৌ সম্ভব কিনা জানিনা৷
“সত্যি খুব ভালো আছি”৷

 Bengali Sad Story – Bengali Story- New Sad Story


পরিশিষ্টঃযে ভাই/বোন” প্রেমের” মত ঠুনকো জিনিস নিয়ে আত্নহত্যার সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে বলছি৷ সিদ্ধান্ত নেয়ার আগে মা,বাবা, পরিবারের মানুষগুলোর দিকে ফিরে দেখুন৷ এক একটা মানুষ কি পরিমাণ ভালোবাসে আপনাকে! সেই ধারনা আছে কী? আপনি চলে গেলে মানুষগুলোর মনের অবস্থা কি হবে ভেবে দেখুন? হারানোর যন্ত্রণাটা তো আপনি বুঝেন তাই না? ঘুরে দাড়াঁন৷ জীবনটা সহজ নয়৷ দুঃখ ছাড়া জীবন পরিপূর্ণ নয়৷ পরিবারকে সময় দিন, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিন৷রোজ সকালে খালি পায়ে হেটেঁ প্রকৃতি উপভোগ করুন৷ তখন বুঝবেন আর মনে মনে বলবেন”জীবনটা আসলেই সুন্দর”৷

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

Bengali Horror Story – ভূতের সঙ্গে গল্পসল্প

Today, we have gone a lot of distance from reading the storybooks. Because we don't have sufficient time for going to the library and...

Thakurmar Jhuli Golpo – চাষা ও চাষাবউ

Today, we have gone a lot of distance from reading the storybooks. Because we don’t have sufficient time for going to the library and...

Bengali Sad Story – তোমায় ছাড়া বেঁচে থাকি কি করে

Today, we have gone a lot of distance from reading the storybooks. Because we don't have sufficient time for going to the library and...

Bengali Detective Story – কঠিন শাস্তি

Today, we have gone a lot of distance from reading the storybooks. Because we don't have sufficient time for going to the library and...

Bangla Rupkothar Golpo –  রাখাল ও পরীর

Today, we have gone a lot of distance from reading the storybooks. Because we don't have sufficient time for going to the library and...