গল্পের নাম—Crush যখন বর
লেখক—মোঃ- সাইফুল ইসলাম
পার্টঃ- ০৬
আন্টি➤থাকো কই?
প্রিয়া ➤এই তো ***Address বললাম,
আন্টি➤ওও,দাঁড়াও হ্যালো Safu,,আমাকে লুবনা parmacyr সামনে থেকে নিয়ে যা তো,,ওও আচ্ছা সমস্যা নাই(উনি আর কেউ নয় সাইফুল এর মা)
প্রিয়া ➤ Safu শুনে অবাক হলাম,,নাহ সাইফুল কেন হবে?
আমিও না পাগল,
আন্টি➤আমার একটা সাহায্য করে দিবা?
প্রিয়া ➤জী বলুন,,
আন্টি➤আমাকে আমার বাসায় পৌঁছে দিবা?আমার ছেলে এখানে নেই দুরে এক কাজে গেছে,,
প্রিয়া ➤ওকে আন্টি চলুন
দুজনেই রিকসাতে উঠলাম,,আমাকে পাগল করে দিসে question করতে করতে,,পুরা address নিয়ে তার পর থামছে,,
উনাদের বাসার সামনে আসার পর
প্রিয়া ➤আন্টি আসি তাহলে
আন্টি➤একদম না,,তুমি আমার এতো help করসো,, আজ আমার বাসায় এসে আমার হাতের চা খেতে হবে,,
প্রিয়া ➤ পরে একদিন
আন্টি➤ উহু
বাসায় গেলাম,,ইয়া বড় বাড়ি,,আমি গিয়ে সোফায় বসলাম,,আর বল্লাম – বাসায় কেউ নাই
আন্টি➤ আমার Husband কাজে গেসে,,আমার মেয়ে স্কুলে,,আর আমার ছেলে একটা কাজে গেছে,,
প্রিয়া ➤ হঠাৎ খেয়াল করলাম দেওয়ালে সবার কিছু family photo,দেখতে গেলাম,অনেক পুরোনো ছবি,ছেলেটাকে চিনা চিনা লাগতেছে,একদম সাইফুল এর মতন লাগে,না সাইফুল কেন হবে?😂😂পাগল হয়ে গেসি সব জায়গায় সাইফুল মনে হয়,,
একটা রুমের দরজা খোলা,,রুমের কালার টা Awesome আগে কখনও দেখিনি,,ভিতরে ঢুকতে যাবো তখনই
আন্টি➤প্রিয়া
প্রিয়া ➤ হুম চলে আসার সময় দরজার সাথে খেলাম এক বারি,উফ চলে এলাম,,
প্রিয়া ➤আন্টি চা টা অনেক ভালো হয়েছে,,
আন্টি➤☺বসে যাও দুপুরে খেয়ে যেও
প্রিয়া ➤না না আন্টি,আম্মু আব্বু চিন্তা করবে,
আন্টি➤ও😰আচ্ছা আমাকে কথা দাও তুমি আবার আসবা
প্রিয়া ➤ওকে😊আসি আন্টি
রাতে💜
সাইফুল ➤বাসায় আসলাম,,রুমে ঢুকে Laptop নিয়ে বসলাম,,উফ গরম লাগে,Fan দিলাম,,
প্রিয়া always হাতে ছোট Skarf পেঁচিয়ে রাখে,আর সেই skarfই সাইফুল এর দরজার সাথে লেগে অর্ধেক ছিঁড়ে গিয়ে দরজায় আঁটকে গেছিলো
Fan এর বাতাসে skarf টা বার বার উড়ছে
সাইফুল ➤দরজার দিকে তাকালাম,এটা কি?দরজার মধ্যে আঁটকে আছে,নিল রঙের কাপড়ের টুকরা,হাতে নিলাম,মিষ্টি একটা ঘ্রান,হুস আসলে,মা ও মা
সাইফুল এর আম্মু➤কি?
সাইফুল ➤আমার রুমে আজ কেউ এসেছিলো?
আম্মু➤কে আসবে তোর রুমে?
(সাইফুল এর আম্মু জানতো না প্রিয়া এই রুমে আসছিলো)
সাইফুল ➤ Skarf টায় এতো মিষ্টি ঘ্রান ছিলো সাইফুল সেটা ফেলে না দিয়ে আলমারিতে রেখে দিলো,,
সাইফুল এর আম্মু➤ জানো আজ একটা পরীর সাথে দেখা হয়েছে আমার
সাইফুল এর আব্বু➤ পরী?
সাইফুল এর আম্মু➤ হুম,একটা মেয়ে, নাম প্রিয়া Inter এ পড়ে,ভারী মিষ্টি, মুখে কি মায়া বুঝাতে পারবো না,চোখ দুটোতো😍😍😍😍
সাইফুল এর আব্বু➤ সোজা কথায় আসেন
সাইফুল এর আম্মু➤ আমার ছেলের বউ করবো,
সাইফুল এর আব্বু➤ হুম বুঝলাম,সাইফুল তো চাকরিতে join করতে আর ১বছর লাগবে
সাইফুল এর আম্মু➤ তখন ওরে বউ করিয়ে আনবে তার আগে কথাবার্তা বলে দেখলে হয় না?
সাইফুল এর আব্বু➤ চলো তাহলে Address জানো?
সাইফুল এর আম্মু➤ জানি মানে সব জেনে নিসি,,
সাইফুল এর মা ->সাইফুল !!
সাইফুল ➤ কি মা?
মা➤ কাল তোর জন্য বউ দেখতে যাবো
সাইফুল ->What!!😲
মা➤ তুই যাবি তো?
সাইফুল ➤ মা আমি এখন বিয়ে করবো না আর আমি তো Job এও join করি নাই
মা➤করবি তো,
সাইফুল ➤ যাবো না আমি
মা➤ যাইস না,আমি আর তোর আব্বু গিয়ে দেখে আসবো,
সাইফুল ➤ যা খুশি করো
প্রিয়া ➤ ইস আমার Skarf টা ছিঁড়ে গেলো, আমার এত সুন্দর skarf টা 😢😢😢😢
চলবে…………….