মে টার নাম puspamala আর ছেলে টার নাম Himamshu তারা দুজন দুজনকে খুব ভালােবাসত তাদের মধ্যে 4 বছর 2 মাস19 দিনের রেলেশন ছিল।মে টা ছেলে টাকে বলতে তুমি একটা Govment job জলদি করে পেয়ে যাও তার পর আমরা বিয়ে করে নেবো দেখতে দেখতে 4বছর পেরিয়ে গেলো ছেলে টা কোনো Govment job পেলো না।r মে টিকে দেখতে অনেক ছেলে আসছে।একদিন সেই মে টা বলে তুমি একটা Govment job খুজো নাহাল আমাদের বিয়ে হবে না আমার বাড়ি থেকে তােমাকে মানবে না। এক দিন মে টাকে দেখতে একটা ছেলে আসে মে টা ভয়ে তার মা বাবা কে কিছু বলতে পারে না মে তার মা বাবার সে ছেলে টাকে পছন্দ হয়ে । সেই ছেলেটার সাথে সে ওই মে টার বিয়ে ঠিক হয়ে যায়। তার পর মে টা যে ছেলে টাকে ভালোবাসতো ওই ছেলে টা আর মে টা রােজ কথা বলতো cal ও মেসেজ তারপর তাদের মনে হয় তারা দুজন দুজন কে হারিয়ে ফেলছে তার পরের দিন মে টা ছেলে তাকে video cal করে দুজন দুজন কে দেখে খুব কাঁদতে শুরু করে।এমনি ভাবে কিছু দিন কেটে গেল ।
রোজ video cal করতো আর মে টা কাঁদতে সেটা দেখে ছেলে টার খুব খারাপ লাগতাে দিয়ে মে টাকে বলতে কেঁদো না কেঁদে কি হবে চলো আমরা বিয়ে করে ফেলি মে টা বললো না আমার বাড়িতে মানবে না দিয়ে ভাল টা কেটে দেয় তার পর ছেলে টি মে টাকে বলে তাহলে তোমার জার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে কথা বলো তুমি বলে cal টা কেটে দেয় ছেলে টা। তার পরের দিন মে টির মা মে টির কাছে ফোন টা নিয়ে নেয় আর তাদের মধ্যে কথা বন্ধ হয়ে যায়। ছেলে টি রােজ তার ফোনের মেসেজ এর জন্য Wait করতাে কিন্তু মে টি ফোন মেসেজ কিছু করতে পারতো না কারণ তার কাছে ফোন ছিল না । হটাত একদিন মে টি ফোন করে বলে কেমন আছো ছেলেটি বল তােমাকে ছাড়া একটা দিন খুব কষ্ট করে কাটচ্ছে আমার। তুমি আমার কাছে ফিরে আসো আমরা বিয়ে করে নেবাে চলাে। তখন মে টি বলে আমার বিয়ে হয়ে গেছে তুমি আমাকে ভুলে যাও।ছেলে টি সেই কথা শুলে খুৰ কষ্ট পায় আর কেদে ফেলে তার পর মে টি বলে আমকে ফোন মেসেজ কিছু করাে না আজকের পর থেকে। আমাকে তুমি ভুলে যাও আমার থেকে তুমি আরো ভালাে মে পাবে তাকে বিয়ে করে নিও তুমি happy থাকো ছেলে টা মে টিকে বলে তোমাকে ভুলে যাওয়ার জন্য কি তোমার জীবনে এসেছিলাম এটা শুনে মে টা বলে আমার husband আছে পাশে ফোন টা রাখলাম বলে মে টা ফোন টা কেটে দেয়। তার পর ছেলে টা খুব একা হয়ে যায় সে তার মা বাবার কথা ভেবে সে কিছু করতে পারে না সুদু কষ্ট পেতে থাকে। মে টার যেদিন বিয়ে হয়ে ছিল সে দিন সে ছেলে টার মন টা মরে যায় সুদু তার শরীর টাই বেছে আছে। মন থেকে ভালোবাসলে হয়না তার জন্য ভাগ্য থাকা দরকার হয়।